Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

পিতৃমাতৃহীন বা পিতৃহীন এতিম শিশুদের ভরণপোষণ, শিক্ষা, প্রশিক্ষণ এবং উপযুক্ত মর্যাদায় সমাজে পুনর্বাসনের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সরকারি শিশু পরিবার পরিচালনা করছে।

এক নজরে সরকারি শিশু পরিবার, (বালক), ঝিকরগাছা, যশোর।

১। প্রতিষ্ঠানের নাম : সরকারি শিশু পরিবার, (বালক), ঝিকরগাছা, যশোর।

২। প্রতিষ্ঠানের স্থাপনের তারিখ : ১৯৫৯ খ্রি:

৩। অবস্থান : যশোর জেলার ঝিকরগাছা উপজেলা সদরের পায়রাডাঙ্গা মৌজায় নিজস্ব জায়গার উপর অবস্থিত।

৪। সম্পত্তির পরিমাণ : ৮.২১ একর

৫। শিশু পরিবারের অনুমোদিত আসন সংখ্যা : ১৭৫ জন

৬। বর্তমানে ভর্তিকৃৃত নিবাসীর সংখ্যা : ৬৫ জন

৭। এ যাবৎকাল ভর্তিকৃত নিবাসীর সংখ্যা : ১৫৬০ জন

আবাসিক ও অন্যান্য ভবন সমুহের তথ্য :

ক্রম.

বিবরণ

সংখ্যা/পরিমাণ

০১

৪ তলা ও ৫ তলা বিশিষ্ট ২টি ডরমেটরি ভবন

আসন সংখ্যা ১৭৫ বর্তমানে ৬৫ শিশু অবস্থান করছে

০২

অফিস কাম ট্রেনিং সেন্টার

১টি

০৩

বিদ্যালয় ভবন

১টি আধাপাকা টিনসেড

০৪

সহকারি তত্ত্বাবধায়ক ও কম্পাউন্ডারের বাসভবন

১টি দ্বিতল (২ ইউনিট) বিশিষ্ট নির্মিত বাস ভবন

০৫

নিবাসীদের গোসল ও মাছ চাষের পুকুর

১টি

   

জনবল

পদবি

অনুমোদিত পদ

কর্মরত পদ

শূন্য পদ

উপতত্ত্বাবধায়ক

সহকারী তত্ত্বাবধায়ক

কারিগরি শিক্ষক

সহকারী শিক্ষক

মেট্রন কাম নার্স

কম্পাউন্ডার

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

অফিস সহায়ক

বাবুর্চী/পাচক/কুক

খণ্ডকালীন ডাক্তার

মোট

১৬

১৩